ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ৮ হাজার, ২৪ ঘণ্টায় ৮৪৯ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
করোনা: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ৮ হাজার, ২৪ ঘণ্টায় ৮৪৯ জন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়, দেশটিতে এখন পর্যন্ত ৯৪ হাজার ৪১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২৫৯ জন। বাকি চিকিৎসাধীন ৬৬ হাজার ৯৬৯ জনের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ৬১ হাজার ৩৬২ জন। ৫ হাজার ৬০৭ জনের অবস্থা গুরুতর।
 
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।