ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের তথ্য সামান্য মনে হচ্ছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
চীনের তথ্য সামান্য মনে হচ্ছে: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চীনের দেওয়া করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর তথ্য নিয়ে আবারও সংশয় প্রকাশ করেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের তথ্য ‘সামান্য’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম জানায়, বিশেষ একটি প্রতিবেদনে হোয়াইট হাউস জানতে পারে, মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে বলেছে চীন।

তার কয়েক ঘণ্টা পরই এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

এমন কোনো প্রতিবেদন পাননি জানিয়ে ট্রাম্প বলেন, ‘চীনের তথ্য কিছুটা সামান্য মনে হচ্ছে এবং আমি ভালো বলেই কথাটা এভাবে বলছি। ’

তিনি বলেন, ‘তাদের তথ্য সঠিক কিনা তা আমি জানি না, কেননা আমি চীনের হিসাবরক্ষক নই। ’

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৫১৫ এবং মারা গেছেন ৫ হাজার ১১৯ জন। অন্যদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৩৯৪ এবং মারা গেছেন ৩ হাজার ৩১৬ জন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।