ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে লকডাউন নিশ্চিতে গুলি, বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
ফিলিপাইনে লকডাউন নিশ্চিতে গুলি, বৃদ্ধ নিহত

ফিলিপাইনে করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা অমান্যকারী একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

সম্প্রতি দেশটির আগুসান দেল নর্তে প্রদেশের নাসিপিত শহরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শহরের করোনা ভাইরাস চেক পয়েন্টে ৬৩ বছর বয়সী একজনকে আটকানো হলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

একপর্যায়ে কর্মকর্তা ও পুলিশকে তিনি হুমকি দিতে থাকেন।

পুলিশের দাবি, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। তিনি পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বাজে মন্তব্য ও হুমকি দিচ্ছিলেন।

এদিকে, সরকারি ত্রাণের জন্য লকডাউন অমান্য করে রাজধানী ম্যানিলায় বস্তিতে বিক্ষোভ হয়। সেসময় পুলিশ তাদের ঘরে ফেরার নির্দেশ দিলেও তারা প্রত্যাখান করেন। ওইসময় ২১ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পরই লকডাউনের নির্দেশ না মানলে গুলি করে মারা হতে পারে সতর্ক করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

গুলি করে মারার বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, বুঝতে পেরেছেন? হত্যা। ঝামেলা তৈরি করলে তাকে আমি কবর দেব।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।