ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওষুধ দিতেই মোদীর প্রশংসায় ট্রাম্প, বললেন এটা ভোলা যাবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
ওষুধ দিতেই মোদীর প্রশংসায় ট্রাম্প, বললেন এটা ভোলা যাবে না

করোনা ভাইরাসের এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্রে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানি করার জন্য ভারত এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংক্রামক রোগ ম্যালেরিয়া প্রতিরোধের এই ওষুধ বিশ্বের বহু দেশেই কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।

ওষুধ রপ্তানির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল) টুইটে ট্রাম্প বলেছেন, কঠিন সময়ে  বন্ধুদের মধ্যে একে অপরের সহযোগিতা জরুরি। হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভারত এবং দেশের জনগণকে ধন্যবাদ জানাই।

এ সহযোগিতা ভোলা যাবে না মন্তব্য করে ট্রাম্প এও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাচ্ছি তার শক্তিশালী নেতৃত্বের জন্য। যে নেতৃত্ব শুধু ভারতকে নয়, মানবতাকে সাহায্য করেছে এই যুদ্ধে।

এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে যে নিষেধাজ্ঞা ছিল, তা ট্রাম্পের হুঁশিয়ারিতে আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ভারত। এরপরেই যুক্তরাষ্ট্রসহ বেশ করেকটি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো শুরু হয়।

ভারতকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ভারত যদি ব্যক্তিগত অনুরোধেও হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ না করে, তাহলে তাদের ভুগতে হবে।

ওয়ার্ল্ডোমিটার বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৫ হাজার ১২৮ জন্য। অর্থাৎ সবচেয়ে আক্রান্ত এখানেই। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৫ জনের। সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৯১ জন।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।