ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা বিশাল চ্যালেঞ্জ, কিন্তু একটি সুযোগও: রাহুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
করোনা বিশাল চ্যালেঞ্জ, কিন্তু একটি সুযোগও: রাহুল

করোনা ভাইরাস সংকটে যখন ভারতে ৪৮৪ জনের মৃত্যু আর প্রায় দেড় হাজার মানুষ আক্রান্ত, তখন দেশটির বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, করোনা ভাইরাস একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এটা একটি সুযোগও। দেশের বিশেষজ্ঞদের এক হয়ে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ওই কংগ্রেসপ্রধান।

শনিবার (১৮ এপ্রিল) নিজের টুইটে তিনি এ কথা বলেন। আরও বলেন, সংকটের এই সময়ে দেশের বিশেষজ্ঞদের বিশাল পুল ব্যবহার করে উদ্ভাবনী সমাধান করা দরকার।

প্রয়োজনীয় উদ্ভাবনী সমাধানে কাজ করার জন্য আমাদের বিজ্ঞানী, প্রকৌশলী এবং ডেটা বিশেষজ্ঞদের বিশাল পুলের মাধ্যমে একত্রিত করতে হবে।

এর দুইদিন আগে ৪৯ বছর বয়সী এই এমপি একটি ভিডিও অ্যাপের মাধ্যমে সংবাদমাধ্যমে বলেছিলেন, দেশব্যাপী কেবল একটি লকডাউন প্রাণঘাতী করোনা ভাইরাসকে থামিয়ে দেবে। কিন্তু এটি এই ভাইরাস  পরাস্ত করবে না। কোনোভাবেই কোনো লকডাউন ভাইরাসকে পরাস্ত করতে পারে না। এটি কেবল অল্প সময়ের জন্য ভাইরাসকে থামিয়ে দিতে সহায়তা করে। এটি পরাস্ত করার একমাত্র উপায় পরীক্ষা বৃদ্ধি করা।

রাহুল আরও বলেছিলেন, বর্তমানে দেশে পরীক্ষার মাত্রা খুবই কম। আমি পরীক্ষার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করছি। রাজ্যগুলোকে তাদের লড়াইয়ে সহায়তা করার জন্য কৌশলগতভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পরীক্ষার ব্যবহার করুন। আর আরেকটা কথা। এটাকে সমালোচনা হিসেবে নেবেন না।

অবশ্য তার এই কথার পরে ভারত সরকার দেশব্যাপী করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা ব্যাপক হারে বাড়িয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রথমবারের মতো ভারতজুড়ে ৩০ হাজারের বেশি মানুষের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। শুধু তা-ই নয়, এ সপ্তাহের মধ্যে দেশজুড়ে আরও বেশকিছু করোনা পরীক্ষাগার চালু করা হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।