ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থামছে না মৃতের মিছিল, আমেরিকায় আরও ১৭৩৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
থামছে না মৃতের মিছিল, আমেরিকায় আরও ১৭৩৮ মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে একটানা অনেকদিন ধরে শীর্ষ পর্যায়েই আছে করোনার প্রকোপ। সরকারি হিসেবে দেশটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে এ ভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।  

জনস হপকিন্সের মতে, স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭৩৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৫৮৩।  
এখন পর্যন্ত আমেরিকায় ৪৪ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখেরও বেশি মানুষের।

দেশটিতে করোনা এখনও শীর্ষ পর্যায়ের দিকেই অবস্থান করছে। প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সার্বিক পরিস্থিতিতে ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা। এর ওপর আগামী শীতে আরও বড় পরিসরে করোনার প্রাদুর্ভাব শুরু হলে অবস্থা আরও অনেক বেশি শোচনীয় হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।  
এদিকে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে করোনা মহামারির ফলে বিশ্বব্যাপী খাদ্যাভাবে পড়বে ২৬৫ মিলিয়ন মানুষ।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।