ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রুডোর দেশে করোনায় মৃত্যু বেড়ে আড়াই হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
ট্রুডোর দেশে করোনায় মৃত্যু বেড়ে আড়াই হাজার

কানাডায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে আড়াই হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। 

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থেরেজা ট্যাম জানান, শেষ ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে কানাডায় করোনায় মৃত্যু ২ হাজার ৩৫০ থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৪৮৯।

এই সময়ের ভেতর শনাক্তের সংখ্যা ১ হাজার ৪২৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭৯১ জনে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের পথ আরও অনেক বাকি বলে জানান তিনি।  

দেশটির পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে, কানাডায় করোনায় নতুন শনাক্তের সংখ্যা কমছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।  

আমেরিকা ও ইউরোপের চেয়ে কানাডায় তুলনামূলক করোনার প্রকোপ অনেক কম। সেখানে অপ্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।  

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সব নাগরিককে ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় কানাডা এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।