ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে লকডাউনের মধ্যেই বাড়ছে মৃত্যুর মিছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ৫, ২০২০
ভারতে লকডাউনের মধ্যেই বাড়ছে মৃত্যুর মিছিল

ঝড়ের গতিতে করোনা সংক্রমণ বেড়ে গেছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৯০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১৯৫ জন। 

ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের বেশি। এ পর্যন্ত মারা গেছে ১৫৭১ জন।

সুস্থ হয়েছেন ১২,৭২৭ জন রোগী। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪ শতাংশে।

করোনা ভাইরাস রুখতে দেশটিতে টানা লকডাউন চলছে। তবে কিছু জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে। অনেকে মনে করছেন, লকডাউন শিথিল করার কারণেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে।  

এর আগে বিভিন্ন স্থানে লকডাউন শিথিল করায় মদের দোকানে উপচে পড়া ভিড় দেখা গেছে ভারতজুড়ে।  

এদিকে টানা লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। ২৫ মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ানো হল এই লকডাউনের মেয়াদ। কিন্তু সংক্রমণ কমার কোনও লক্ষণ পাওয়া যাচ্ছে না। বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মে ০৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।