ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আম্পান তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ২১, ২০২০
আম্পান তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরবাড়ি ধ্বংস, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এসব মৃত্যু হয়েছে।

তাণ্ডবের একদিন পর বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় বিকেলে মুখ্যমন্ত্রী এ তথ্য দিয়েছেন জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আম্পানের কারণে ৭২ জনকে আমরা হারিয়েছি।

এছাড়া হাজার হাজার ঘরবাড়ি ও গাছপালা ধ্বংস হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। নিম্নাঞ্চলে বন্যা লেগে বিধ্বস্ত হয়ে গেছে। কর্তৃপক্ষ ত্রাণ তৎপরতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংকটের মধ্যেও।

মুখ্যমন্ত্রী বলেন, প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় আম্পানে যারা মারা গেছেন, তাদের পরিবারের জন্য আমি আড়াই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ২১, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।