ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০২০ সালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ২২, ২০২০
২০২০ সালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করবে না চীন চীনের প্রিমিয়ার লি কেকিয়াং। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে চলতি বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা ঠিক করবে না বলে ঘোষণা দিয়েছে চীন।

বিবিসি জানায়, শুক্রবার (২২ মে) সকালে চীনের কংগ্রেসে বার্ষিক অধিবেশনে যোগ দিয়েছেন প্রায় তিন হাজার প্রতিনিধি। সাধারণত বার্ষিক বাজেট, অর্থনৈতিক লক্ষ্যমাত্রা এবং আইন প্রণয়ন বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সভায়।

তবে চীনের প্রিমিয়ার লি কেকিয়াং বলেছেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যে বিশাল অনিশ্চয়তার দেখা দিয়েছে। ফলে আমাদের দেশ অনেক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে, যা আগে থেকে অনুমান করা কঠিন। ’

এ পরিস্থিতিতে চীন ঘোষণা দিয়েছে, চলতি বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির কোনো লক্ষ্যমাত্রা ঠিক করবে না দেশটি।

সেই সঙ্গে ২০২০ সালের বাজেট ঘাটতির লক্ষ্য রাখা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। ২০১৯ সালে এ লক্ষ্য ছিল জিডিপির ২ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মে ২২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।