ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঈদ উপলক্ষে তালেবানদের তিন দিনের যুদ্ধ বিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মে ২৪, ২০২০
ঈদ উপলক্ষে তালেবানদের তিন দিনের যুদ্ধ বিরতি তালেবানদের তিন দিনের যুদ্ধ বিরতি। ছবি: সংগৃহীত

রাত পেরোলেই মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সেই উপলক্ষে আফগান সরকারের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিন দিনের বিরতি ঘোষণা দিয়েছে তালেবানরা।  

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানদের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, তার সৈন্যরাও এই যুদ্ধবিরতির ঘোষণা সম্মানের সঙ্গে নিয়েছে।

তিন দিনের যুদ্ধবিরতি দেশটিতে দীর্ঘদিনের চলমান সহিংসতা হ্রাস হবে বলে ধারনা করা হচ্ছে।

কিন্তু ২০১৮ সালেও ঈদ-উল-ফিতর উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল তালেবানরা। কিন্তু আফগানিস্তানে যুদ্ধের সহিংসতা কমেনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারের সৈন্যদলের সঙ্গে কট্টরপন্থী ইসলামী দলটির আক্রমণ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ২৪, ২০২০ 
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।