ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ‘মূল হোতা’ ড্রোন হামলায় নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ৩, ২০২০
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ‘মূল হোতা’ ড্রোন হামলায় নিহত

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যার সন্দেহভাজন মূল হোতা খালেদ আল-মিশাই ঘারিয়ানে এক ড্রোন হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (০২ জুন) তিনি নিহত হয়েছেন বলে নিজেদের ভেরিফাইড টুইটার পেজে পোস্ট করে জানিয়েছে দ্য লিবিয়া অবজারভার।

টুইটে বলা হয়েছে, লিবিয়ার খলিফা হাফতারের দলের মিলিশিয়া খালেদ আল-মিশাই ঘারিয়ান শহরের দক্ষিণাঞ্চলে লিবিয়ার বিমানবাহিনীর চালানো এক ড্রোন হামলায় নিহত হয়েছেন।

টুইটে আরও জানানো হয়, ২৬ জন বাংলাদেশি ও চারজন আফ্রিকান অভিবাসী হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন আল-মিশাই।

গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হন এই ৩০ জন অভিবাসী।

 

Warlord Haftar’s militiaman Khaled Al-Mishai was killed in a drone strike by Libyan air force south of Gharyan on Tuesday. Al-Mishai is allegedly responsible for the murder of 26 Bangladeshis and 4 African migrants in Mizda town. pic.twitter.com/DUjACw98aQ

— The Libya Observer (@Lyobserver) June 2, 2020

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ০৩, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।