ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে করোনা আক্রান্ত ১০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ২০, ২০২০
ব্রাজিলে করোনা আক্রান্ত ১০ লাখ ছাড়ালো ছবি: সংগৃহীত

ব্রাজিলে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা মোট ১০ লাখ ছাড়িয়ে গেছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টা ২৮ মিনিটে করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাবে দেখা যাচ্ছে, ব্রাজিলে করোনারোগীর সংখ্যা এখন ১০ লাখ ৩৮ হাজার পাঁচশ ৬৮ জন। এ সময়ে নতুন করে আরও ১৩৬ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৯ হাজার ৯০ জন।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, দেশটির প্রকৃত অবস্থা খুব ভয়াবহ। আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলেই আক্রান্তের সংখ্যা কম দেখাচ্ছে। ব্রাজিলে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় সংক্রমণ বেড়েছে এটা আরও বাড়তে থাকবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

দেশটিতে প্রথম করোনারোগী শনাক্ত হয় ২৬ ফেব্রুয়ারি। প্রাদুর্ভাব শুরুর প্রথমদিকে দেশটিতে ভাইরাসটির প্রকোপ ততটা না ছড়ালেও মে ও জুন থেকে প্রকোপ তরতর করে বাড়ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট প্রথমে ভাইরাসটিকে সামান্য ফ্লু বলে অভিহিত করার মাশুল দিতে হচ্ছে পুরো দেশটিকে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুন ২০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।