ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরিস্থিতি 'অস্বাভাবিক' হলে সীমান্তে গুলি ছুঁড়বে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুন ২২, ২০২০
পরিস্থিতি 'অস্বাভাবিক' হলে সীমান্তে গুলি ছুঁড়বে ভারত

লাদাখ সীমান্তে সংঘর্ষের পর মারমুখী অবস্থানে ভারত ও চীন। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। 

সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। তবে কোনো দেশই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে ভারত। সীমান্তে 'অস্বাভাবিক' পরিস্থিতি সৃষ্টি হলে সীমান্তরক্ষী বাহিনীকে গোলাবর্ষণ ও গুলি ছোড়ার নির্দেশ দিয়েছে ভারত।

সর্বদলীয় বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

১৯৯৬ ও ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সীমান্তে ২ কিলোমিটারের মধ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি দুই দেশই।  

তবে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।  

কয়েকদিন আগে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। বলা হচ্ছে, লোহার রডে পেরেক, কাঁটা লাগানো এক অদ্ভুত অস্ত্র নিয়ে সেদিন ভারতীয় সেনাদের ওপর চড়াও হয়েছিল চীনা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।