ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ভারতে সুস্থতার হার ৫৮ দশমিক ৯৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০২০
করোনা: ভারতে সুস্থতার হার ৫৮ দশমিক ৯৪ শতাংশ

জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। টানা পঞ্চম দিনের মতো ১৫ হাজারের অধিক শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯০৬ জনে। দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৫৮ দশমিক ৯৪ শতাংশ।

এমন খবর দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, রোববার (২৮ জুন) সর্বশেষ শনাক্তের তথ্য যোগ করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৮ হাজারেরও বেশি।

জুনেই দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

গত ১ জুন থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার ৩২৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জিনিউজ আরো জানিয়েছে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৪৫৯জন। এদের মধ্যে রোগাক্রান্ত রয়েছে ২ লাখ ৩ হাজার ৫১জন, রোগমুক্ত-হাসপাতাল ফেরত-স্থানান্তর হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৯০৬ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪১০ জন।

দেশটিতে এ পর্যন্ত মোট ৮২ লাখ ২৭ হাজার ৮০২ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করেছেন ২ লাখ ৩১ হাজার ৯৫ জন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে ৭ হাজার ২৭৩ জন, দিল্লিতে ২ হাজার ৫৫৮ জন, গুজরাটে ১ হাজার ৭৮৯ জন, তামিলনাড়ুতে ১ হাজার ২৫ জন, উত্তর প্রদেশে ৬৪৯ জন, পশ্চিম বঙ্গে ৬২৯ জন, মধ্য প্রদেশে ৫৫০ জন, রাজস্থানে ৩৯১ জন, তেলেঙ্গানায় ২৪৩ জন।

আর করোনা আক্রান্ত রোগী সবচেয়ে বেশি শনাক্তও হয়েছে মহারাষ্ট্রে, ১ লাখ ৫৯ হাজার ১৩৩ জন। এছাড়া দিল্লিতে ৮০ হাজার ১৮৮ জন, তামিলনাড়ুতে ৭৮ হাজার ৩৩৫ জন, গুজরাটে ৩০ হাজার ৭০৯ জন, উত্তরপ্রদেশে ২১ হাজার ৫৪৯, রাজস্থানে ১৬ হাজার ৯৪৪ জন এবং পশ্চিমবঙ্গে ১৬ হাজার ৭১১জন।

ভারতে সুস্থ হওয়ার হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৯৪ শতাংশ। বাংলাদেশে সুস্থ হওয়ার হার ৪০ দশমিক ৫৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০২০
ইইউডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।