ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোয়ারেন্টিন সেন্টারে করোনাক্রান্ত নারীকে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
কোয়ারেন্টিন সেন্টারে করোনাক্রান্ত নারীকে ধর্ষণ! প্রতীকী ছবি

মহামারি কোভিড-১৯ বহু ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কোয়ারেন্টিনে থেকে প্রেম এরপর তা বিয়ে পর্যন্ত গড়ানোর ঘটনাও রয়েছে।

তবে এবার যা ঘটলো, তাতে বিস্ময়ে চোখ কপালে ওঠারই জোগাড়। কোয়ারেন্টিন সেন্টারে থাকা কোভিড-১৯ পজিটিভ নারীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত।

ভারতের মহারাষ্ট্রের প্যানভ্যালে এ ঘটনাটি ঘটেছে। এএনআইর বরাত দিয়ে জিনিউজ এমনটি জানিয়েছে।

ধর্ষণের শিকার ৪০ বছর বয়সী ওই নারীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

প্যানভেল জোন -২ এর এসিপি রবীন্দ্র গীতা এ বিষয়ে বলেছেন, কোয়ারেন্টিন সেন্টারে ৪০০ জনের বেশি ভর্তি আছেন। এদের মধ্যে কিছু করোনা আক্রান্ত এবং কিছু কোভিড-১৯ সাসপেক্টেড রোগী। ওই নারী তাদেরই একজন। অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং অভিযুক্তকে গ্রেফতার করি।

ঘটনাটিকে কেন্দ্রে করে রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি। দলটির নেতা রাম কদম বলেছেন, মহারাষ্ট্র সরকার কী করছে তাদের অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে এই ঘটনাটি ঘটছে।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, সর্বশেষ ৬৭১ মৃত্যু নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ২৭৩ জনে দাঁড়িয়েছে। ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৩৮ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ভারতে এরই মাঝে মোট করোনায় আক্রান্ত শনাক্ত রোগীর মধ্যে ৬২ দশমিক ৯৩ শতাংশ মানুষ সেরে উঠেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
ইইউডি/আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।