ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি বাদশাহ হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
সৌদি বাদশাহ হাসপাতালে ভর্তি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, ছবি: সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মুহূর্তে তার শারীরিক অবস্থা বা চিকিৎসা প্রক্রিয়া কী, তা জানা যায়নি।

তবে তিনি গলব্লাডার সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ জানায়, সোমবার (২০ জুলাই) সকালে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হয়েছেন বাদশাহ সালমান।

একটি বিবৃতিতে বলা হয়েছে, গলব্লাডারে প্রদাহজনিত জটিলতার কারণে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ।

বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়।

এর আগে বাদশাহ সালমান ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।