ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ঠেকাতে পান বিক্রি বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
করোনা ঠেকাতে পান বিক্রি বন্ধ!

করোনা সংক্রমণ ঠেকাতে পুরুলিয়া শহরে পান বিক্রি বন্ধ করে দিয়েছে ভারতের পুলিশ।

পুরুলিয়া পৌরসভা এলাকায় দিনে দিনে বাড়ছে করোনা সংক্রমণ।

কয়েকটি ওয়ার্ডে তা ব্যপক আকার ধারণ করেছে। এরই মধ্যে শহরে মাইকিং করে পান বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ। করোনা রুখতে জমায়েত নয়। তাই চায়ের দোকানে আড্ডা বা পান দোকানে পান বিক্রি বন্ধ। জেলা শহরেই প্রায় ছোট বড় কয়েক’শো পানের দোকান রয়েছে।

এদিকে পান বিক্রিতে নিষেধাজ্ঞার জেরে সমস্যায় পড়েছেন পান বিক্রেতারা। যাদের পানের নেশা তারাও পড়েছেন চরম সমস্যায়। পুরুলিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৪৩ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৯৪। এর মধ্যে করোনা মুক্ত ৬৭৫। বর্তমানে করোনা পজিটিভ ৭১৭।  

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ছুঁইছুঁই। স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৮,৩৫৭ জন। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জন। সংক্রমণের সংখ্যায় ভারত এখন বিশ্বে তৃতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।