ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াজিরিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
ওয়াজিরিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ...

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ পশতুন ইউনিটি মার্চে বহু মানুষ অংশ নেয়।

 

সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পুনরায় উত্থানের নিন্দা জানাতে সম্প্রতি এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খবর ডেইল হান্ট-এর।

বিক্ষোভ মিছিল থেকে নিখোঁজ ব্যক্তিদের আদালতে হাজির করার দাবি জানানো হয়।

খবরে বলা হয়, ‘পশতুন লং মার্চ’ একটি প্রতিবাদ আন্দোলন। এর নেতৃত্বে রয়েছেন পশতুন তরুণরা।

পশতুন তরুণদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী তাদের এলাকায় সামরিক অভিযান পরিচালনা, লোকজনকে অপহরণ করাসহ এলাকা ছেড়ে যেতে বাধ্য করছে।

এ বিক্ষোভ মিছিলকে সফল দাবি করে এতে যারা অংশ নিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছে পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)।

পিটিএম নেত্রী নার্গিস আফসিন খট্টক টুইটারে এক বার্তায় লেখেন, সফল বিক্ষোভের জন্য অভিনন্দন! মুষ্টিবদ্ধ হাত উত্তোলনকারী সংগ্রামী জনগণকে লাল সালাম!

অপর একজন টুইটারে লেখেন, হাজার হাজার পশতুন বিক্ষোভ মিছিল করলো। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসানের দাবিতে মুখর হলো। এত বড় ঘটনা। কিন্তু পাকিস্তানের মিডিয়া একেবারে বোবা!

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।