ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে আন্তঃজেলা ট্রেকিং অভিযানের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
জম্মু-কাশ্মীরে আন্তঃজেলা ট্রেকিং অভিযানের উদ্বোধন ...

জম্মু-কাশ্মীরে আন্তঃজেলা ট্রেকিং অভিযানের উদ্বোধন করা হয়েছে। এতে অংশ নিয়েছে ৫০ ছাত্রী।

সম্প্রতি এ তথ্য জানায় ইন্ডিয়া ব্লুমস।

খবরে বলা হয়, সোমবার (১৯ অক্টোবর) এ আন্তঃজেলা ট্রেকিং অভিযানের উদ্বোধন করেন দোদা জেলার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) মোমতাজ আহমেদ।

জেলার প্রধান শিক্ষা কর্মকর্তা তারিক হোসাইন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফ ওয়ানি, জেলা ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস কর্মকর্তা জাফর হোসাইন শেখ উপস্থিত ছিলেন।

এ ট্রেকিং অভিযানটির আয়োজন করেছে ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস বিভাগ।
পাঁচদিনের অভিযানে এ ট্রেকাররা তহসিল ভাদরওয়াহ এলাকা ঘুরে দেখবে। এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ভাদরওয়াহর আই/সি জোনাল ফিজিক্যাল এডুকেশন অফিসার ইমরান তাসাদুক।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।