ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিল জামায়াতে ইসলামী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিল জামায়াতে ইসলামী সিরাজুল হক

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। সরকারের বিরুদ্ধে এ কর্মসূচি পালিত হবে ১ নভেম্বর থেকে।

সম্প্রতি সংগঠনটি এ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। খবর ডনের।

পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হক দলের নেতাদের নিয়ে একটি সভার আয়োজন করেন ২৩ অক্টোবর। সেখানে বলা হয়, সরকারের বিরুদ্ধে এ আন্দোলন খাইবার পাখতুনখা থেকে শুরু হবে।

এক বিবৃতিতে সিরাজুল হক বলেন, সরকার দেশের সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না।

এদিকে পাকিস্তানে সরকার বিরোধী বিক্ষোভ বেড়েই চলেছে।
বিরোধীদের অভিযোগ, ২০১৮ সালের কারচুপির নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতায় বসেছেন সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান।
সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করার জন্য গত মাসে নয়টি প্রধান বিরোধী দল ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’ (পিডিএম) নামের একটি প্লাটফর্ম গড়ে তোলে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।