ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় মৃত্যু থেকে লাভবান হচ্ছেন মার্কিন ডাক্তাররা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
করোনায় মৃত্যু থেকে লাভবান হচ্ছেন মার্কিন ডাক্তাররা: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে যেসব মৃত্যু ঘটছে তা থেকে লাভবান হচ্ছেন দেশের ডাক্তাররা।  

আমেরিকায় যখন করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রণের মাত্রা বাড়ছে তখন এ বক্তব্য দিলেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড স্পর্শ করেছে আমেরিকা।  

এদিন এক লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শুক্রবার উইসকনসিনের গ্রিন বে-তে নির্বাচনী সমাবেশে করোনায় মৃত্যু প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে আমাদের ডাক্তাররা অর্থ পান। আপনারা সবাই এটা জানেন। ঠিক না? আমি বলতে চাইছি যে, আমদের ডাক্তাররা খুবই স্মার্ট।

উইসকনসিনের বিরোধী ডেমোক্রেটিক দলের গভর্নর ওই অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন তার সমালোচনা করে ট্রাম্প বলেন, জো বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে তিনি ছুটির দিনে অথবা অন্য কোনো বিশেষ উপলক্ষে সমাবেশ করতে দেবেন না। সেজন্য আপনাদেরকে নিজেদের অঙ্গরাজ্য উন্মুক্ত রাখতে হবে।

এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দিয়েছেন। গতকালের সমাবেশেও তাই করেন। এ সময় সমাবেশে উপস্থিত তার বহু সমর্থকের মুখে মাস্ক ছিল না।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।