ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
করোনায় আক্রান্ত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। শনিবার (৭ নভেম্বর) এমন সংবাদ জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের প্রতিবদেনে বলা হয়, গত শুক্রবার (৬ নভেম্বর) মিডোস নিজেই জানিয়েছেন করোনায় আক্রান্তের খবর। তবে কখন তার শরীরে করোনা শনাক্ত করা হয়েছে তা জানাননি।  

গত সোমবারও (২ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছেন মার্ক মিডোস। এছাড়া গত মঙ্গলবার (৩ নভেম্বর) প্রেসিডেন্ট নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউজে ট্রাম্পের আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।