ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা বৃদ্ধি পাওয়ায় ক্যালিফোর্নিয়ায় লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
করোনা বৃদ্ধি পাওয়ায় ক্যালিফোর্নিয়ায় লকডাউন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন করে লকডাউন জারির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। লকডাউনের আওতাধীন এলাকার প্রায় চার কোটি মানুষকে ঘরে থাকার জন্য আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ায় গভর্নর গ্যাভিন নিউসম।

তিনি জানান, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তাই এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। লকডাউন চলা অবস্থায় বিভিন্ন ব্যবসা বন্ধ থাকবে এবং ঘরের বাইরে মানুষ একত্রিত হতে পারবে না।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজার মানুষের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই লাখ ৮৭ হাজার ৮২৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।