ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ৪টি বসতি স্থাপনের পথে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ৪টি বসতি স্থাপনের পথে ইসরায়েল

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিত তীরে অবৈধ বসতি স্থাপন করেই যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপ কিংবা আইনের কোনো তোয়াক্কা করছে না তারা।

এরইমধ্যে আরও চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব।

অন্যদিকে জেরুজালেম আল-কুদস শহরের উত্তরে আরও নয় হাজার ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা চলছে। ইসরায়েল ও ফিলিস্তিনের গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে পার্সটুডে।

রোববার ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দেন।  

ইসরায়েলের চ্যানেল ইলেভেনের বরাত দিয়ে ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থা জানিয়েছে, জেরুজালেম আল-কুদস শহরের পৌরসভা সেখানে ইহুদিদের জন্য নয় হাজার বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র অনুযায়ী, জেরুজালেম শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল।

কয়েক বছর আগে জেরুজালেম শহরের এ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা করা হয় কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে কয়েক বার তা স্থগিত করে তেল আবিব।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।