সম্প্রতি পাকিস্তানের লাহোর শহরে উনিশ শতকের শিখ শাসক মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।
আসামির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এ ঘটনায় আহির নামে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। আহির লাহরের রাজধানী হরবানসপুরা এলাকার বাসিন্দা। শহরের শাহী কিলার কাছে অবস্থিত ভাস্কর্যের একটি হাত ভেঙে ফেলেছিলেন তিনি।
অভিযুক্ত আহির পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন।
পুলিশকে দেওয়া বক্তব্যে আহির দাবি করেন, রঞ্জিত সিংয়ের মূর্তিটি তৈরি করা উচিত হয়নি। কারণ তিনি শাসক থাকাকালীন মুসলমানদের ওপর অত্যাচার করেছিলেন।
সূত্র: ইন্ডিয়া ব্লুমস
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এএটি