ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাস্ক না পরায় চিলির প্রেসিডেন্টের জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
মাস্ক না পরায় চিলির প্রেসিডেন্টের জরিমানা

মাস্ক না পরার কারণে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে জরিমানা করা হয়েছে। সমুদ্র তীরে তিনি মাস্ক না পরেই একজনের সঙ্গে সেলফি তোলেন।

ছবিটি প্রকাশ হওয়ার পরই তাকে সাড়ে তিন হাজার জরিমানা করা হয়।  

করোনা মহামারির কারণে চিলিতে সার্বক্ষণিক মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ আইন না মানলে জরিমানা ছাড়াও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।  

জানা গেছে, সেবাস্তিয়ান পিনেরা তার বাড়ির কাছে সমুদ্রতীরে হাঁটছিলেন। সেখানে এক নারী তাকে চিনতে পারেন এবং তার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানান। অনুরোধ ফেলতে পারেননি প্রেসিডেন্ট।  

প্রেসিডেন্টের ওই সেলফিতে দেখা যাচ্ছে, ওই নারীর বেশ কাছে দাঁড়িয়ে ছবি তুলেছেন সেবাস্তিয়ান এবং তার মুখে মাস্ক নেই।  

ওই নারী ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। আর তারপরই জরিমানার মুখে পড়েন সেবাস্তিয়ান। পরে অবশ্য ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন চিলির প্রেসিডেন্ট।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।