ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।  

শনিবার রাতে ইলিনয়ের রকফোর্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে। খবর সিএনএনের।

বন্দুকধারীর হামলার শিকার নাগরিকদের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, পুলিশ সদস্যরা যখন ঘটনাস্থলে পৌঁছেন, ওই বন্দুকধারী তখনও ওই ভবনে ছিলেন। কোনো গুলি খরচ ছাড়াই আমরা তাকে আটক করতে পেরেছি।  

পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছেন। আর গুলিবিদ্ধ ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এখনও বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এটা কোনো সন্ত্রাসী হামলা কি না সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।