আলীবাবা এবং অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা চীনা ধনকুবের জ্যাক মা ‘নিখোঁজ’ হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। গত দুই মাসের বেশি সময় ধরে জনসম্মুখে দেখা যায়নি ৫৬ বছর বয়সী এই ধনকুবেরকে।
সোমবার (০৪ জানুয়ারি) ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদন থেকে এমনটা জানা যায়।
খবরে বলা হয়, ডিসেম্বরের শেষের দিকে চীনা নিয়ন্ত্রক সংস্থা দেশটির বৃহত্তম ই-কমার্স কোম্পানি আলীবাবার বিরুদ্ধে তদন্ত শুরু করে। নভেম্বরে চীন বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। এর আগে, অক্টোবরে সাংহাইতে এক সম্মেলনে চীনের আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনা করেন জ্যাক মা। এর কয়েক সপ্তাহ পরে ওই নতুন নিয়ম চালু করে চীন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এইচএডি/