ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টিপিপিতে যোগ দিতে পারবে না চীন: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
টিপিপিতে যোগ দিতে পারবে না চীন: জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন, চীনের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বেইজিং ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) মুক্ত বাণিজ্য চুক্তিতে যোগ দিতে পারবে না। রোববার একটি রেডিও অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এনএইচকে ওয়ার্ল্ডের একটি রেডিও প্রোগ্রামে জাপানের প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন যে দেশগুলিতে রাষ্ট্র ব্যবসা পরিচালনা করে তাদের টিপিপিতে যোগ দেওয়া কঠিন। কারণ এর বিধিবিধানগুলি অনুসরণের জন্য যে পদ্ধতি নির্ধারণ করা হয়েছে সেগুলি রাষ্ট্র পরিচালিত ব্যবসা কাঠামোর জন্য উপযোগী নয়। তিনি শি জিনপিংয়ের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এ কথা জানিয়েছেন।  

সম্প্রতি গত ২০ শে নভেম্বর চীন এ চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক বলে জানিয়েছিলেন শি জিনপিং। নিকেকেই এশিয়া রিভিউ এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয় যে, চীন ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তিতে যোগদানের জন্য ইচ্ছুক।

আমেরিকা যখন রাষ্ট্রপতি পরিবর্তনের দিকে মন দিয়েছে এমন সময় এ চুক্তিতে যোগ দেওয়ার মাধ্যমে এশিয়াতে চীনের উপস্থিতি আরো জোরদার করা সম্ভব হবে। চীন ট্রান্স-প্যাসিফিক অংশীদারিত্বের জন্য বিস্তৃত এবং প্রগতিশীল এ চুক্তিতে যোগদানের পক্ষে কাজ করতে ইচ্ছুক বলেও জানিয়েছিলেন চীনা রাষ্ট্রপতি। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।