ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের সমালোচনায় মুখর পাকিস্তানের রাজনীতিবিদরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
ইমরানের সমালোচনায় মুখর পাকিস্তানের রাজনীতিবিদরা ইমরান খান

পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমালোচনায় মেতেছেন দেশটির রাজনীতিবিদরা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ১১ জন কয়লা খনি শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করেছেন। তারা এই ঘটনার নিন্দার পাশাপাশি কয়লা খনির শ্রমিকদের নিরাপত্তার দেওয়ার জন্য ইমরানের সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)-এর প্রেসিডেন্ট আসফান্দিয়ার ওয়ালি খান এবং কওমি ওতান পার্টির (কিউডব্লিউপি)-এর চেয়ারম্যান আফতাব আহমাদ খান শেরপাও ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমালোচনা করে বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একইসঙ্গে নিহত খনি শ্রমকিদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে।

সম্প্রতি পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা খনির ১১ জনকে অপহরণ করে এবং কয়লা খনির কাছেই হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।