মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে যৌথ অধিবেশনে বসেন আইনপ্রণেতারা। এসময় ক্যাপিটলে ঢুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা বড় ধরনের বিক্ষোভ শুরু করেন।
ক্যাপিটাল সুরক্ষায় নিয়োজিত ন্যাশনাল গার্ডদের সব ধরনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ট্রাম্পকে বিজয়ী করার দাবিতে সশস্ত্র অবস্থায় সহিংস বিক্ষোভ করেন ট্রাম্প সমর্থকরা। এসময় তাদের ছোড়া গুলিতে এক নারী আহত হয়ন।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ক্যাপিটলে এক নারী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনার পর ওয়াশিংটন ডিসির মেয়র কারফিউ জারি করেন।
ট্রাম্পের হাজার হাজার সমর্থক ওয়াশিংটনে সমবেত হয়েছেন। এসময় নির্বাচন প্রত্যাখ্যান করে নানা ধরনের স্লোগান দেন তারা। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প সমর্থকেরা। বিক্ষোভ ধীরে সহিংস হয়ে ওঠে। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরে।
যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন জো বাইডেন। বৃহস্পতিবার ক্যাপিটলে ইলেকটোরাল কলেজের ভোটগুলো গোনা এবং চূড়ান্ত প্রত্যয়ন দেওয়ার সময় ট্রাম্প সমর্থকরা ক্যাপিটলের ভেতরে গুলি চালায় এবং ভাঙচুর শুরু করে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন ঘটনা।
বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এফএম/এমআইএস/আরএ