ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ ইন্দোনেশিয়ায় ৫৯ আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ প্লেন নিখোঁজ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই শ্রীবিজয়া এয়ারলাইন্সের একটি প্লেন নিঁখোজ হয়ে গেছে।  ওই প্লেনে আনুমানিক ৬২ জন আরোহী রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৯ জানুয়ারি) সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

ইন্দোনেশিয়ান নিউজপেপার রিপাবলিকা জানায়, বোয়িং ৭৩৭-৫০০ এর প্লেনটিতে এক নবজাতক, পাঁচ শিশুসহ আনুমানিক ৬২ জন আরোহী রয়েছে। জাকার্তার সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্লেনটি ইন্দোনেশিয়ার ওয়েস্ট কালিমান্তন প্রদেশের রাজধানী পন্তিয়ানাকে যাচ্ছিলো। এর চার মিনিটের মধ্যেই প্লেনটি নিখোঁজ হয়ে যায় এবং সেটি আর ট্র্যাক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।