ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

চলতি মাসে তৃতীয় মহড়ায় ইরানের ‘বোমারু ড্রোন’ পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
চলতি মাসে তৃতীয় মহড়ায় ইরানের ‘বোমারু ড্রোন’ পরীক্ষা

ঢাকা: চলতি মাসে দুই সপ্তাহের মধ্যে তৃতীয় সামরিক মহড়ায় ‘বোমারু ড্রোন’ ও মিসাইল পরীক্ষা করেছে ইরান।

শুক্রবার (১৫ জানুয়ারি) ‌‘বোমারু ড্রোন’ ও মিসাইল মহড়া চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

দেশটির বিপ্লবী গার্ডের ওয়েবসাইট সেপাহ নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনার মধ্যে এ পরীক্ষা চালায় ইরান। ভূমি থেকে নিক্ষেপণযোগ্য নতুন প্রজন্ম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। এ ক্ষেপণাস্ত্রগুলো বিচ্ছিন্ন হতে সক্ষম ওয়ারহেড সজ্জিত এবং বায়ুমণ্ডলের বাইরেও নিয়ন্ত্রণ করা যায়।

বোমারু ড্রোনগুলো সন্দেহজনক শত্রু ঘাঁটিকে সব দিক থেকে তাড়া করতে সক্ষম এবং টার্গেটকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম।

ইরান নিয়মিতভাবে তাদের সশস্ত্র বাহিনীর প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে। যুদ্ধের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিশোধমূলক শক্তি হিসেবে মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে।

মার্কিন রাজনীতিবিষয়ক ওয়েবসাইট দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়, ইরান চুপচাপ স্থানীয়ভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং তা এ অঞ্চলের মিত্রদের কাছে রপ্তানি করছে। ইসরাইলসহ শত্রুদের বিরুদ্ধে সেগুলো পরীক্ষা করছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।