ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট: বাইডেন ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ঐক্যের ডাক দিলেন জো বাইডেন। এসময় বিভেদ দূর করে নতুন শুরুর প্রতিশ্রুতি দেন তিনি।

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় ১১টা ৪৮ মিনিটে নিজ পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলে হাত রেখে তিনি শপথ নেন। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথ বাক্য পাঠ করান।  

এরপর দেওয়া বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দেন।

এসময় বাইডেন বলেন, আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো। একইসঙ্গে এটাও বলছি যে, যারা আমাকে সমর্থন করেননি তাদের হয়েও আমি লড়বো।

‘আমার একটাই আকুতি, আমরা ঐক্যবদ্ধ হবো। আমি পুরো যুক্তরাষ্ট্রের মানুষকে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই। ’

তিনি বলেন, আমেরিকার ভবিষ্যৎ নিরাপদ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একতার।

নতুন করে শুরুর ডাক দিয়ে মার্কিন রাজনীতিতে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

ক্যাপিটল হিলে হামলার কথা মনে করিয়ে দিয়েন বাইডেন বলেন, কিছু উগ্র জনতা কদিন আগেও সহিংসতা চালিয়ে আমেরিকার ভিতকে কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে তা সম্ভব হয়নি। আমেরিকাকে নতুন করে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। ’

আরও পড়ুন>> ফের বিশ্বের সঙ্গে যুক্ত হবে আমেরিকা: বাইডেন

>> এটি আমেরিকানদের দিন: বাইডেন

>> যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।