ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

‘আপনি পরাজিত, আপনাকে ভয়ের মধ্যে বসবাস করতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
‘আপনি পরাজিত, আপনাকে ভয়ের মধ্যে বসবাস করতে হবে’ ...

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার লেফটেন‍্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি।

এতে তিনি বলেছেন, ‘আপনি পরাজয়ের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করতে হবে।

টুইটে জয়নাব আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প তার বাবাকে হত্যার নির্দেশ দিয়ে বীর হতে চেয়েছিলেন কিন্তু তিনি এখন জনবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত।

বুধবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর টুইটার পোস্টে এসব বিষয় তুলে আনেন।

তিনি বলেন, শহীদ জেনারেল সোলাইমানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন আর ট্রাম্পকে শত্রুর ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হবে।

২০২০ সালের শুরুরদিকে ট্রাম্পের নির্দেশে ইরাকে হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও সংঘাত এড়িয়ে গেছে দেশ দুটি।

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। আর ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প এখন ফ্লোরিডায় অবস্থান করছেন।

সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।