ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১ ছবি: সংগৃহীত।

প্রজাতন্ত্র দিবসে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভরত কৃষকদের সংঘর্ষ হয়েছে।  এ সময় এক কৃষক নিহত ও ৮৬ জন পুলিশ আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর দিয়েছে। পুলিশের দাবি, একটি ট্রাক্টর উল্টে নবদীপ সিং (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে আন্দোলনকারী কৃষকরা অভিযোগ করছেন, দীন দয়াল উপাধ্যায় মার্গে ঢোকার মুখে তাদের পথ আটকায় পুলিশ। এমনকি গুলিও চালানো হয়। আর এতেই নিহত হয়েছেন ওই কৃষক।

ওই এলাকার অপর ২ কৃষক জানান, নিহত নবদীপ উত্তরাখন্ডের বাজপুরা এলাকার বাসিন্দা।  তিনি হুন্দাল সম্প্রতি বিয়ে করেছেন।

উত্তরাখন্ডের রুদ্রপুর এলাকার কৃষক আনরেজ সিং বলেন, নবদীপ সিং ট্রাক্টরটি চালাচ্ছিলেন। পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। কৃষকেরা ওই স্থানে তার মরদেহ নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে বিকেলে অবশ্য মরদেহটি সরিয়ে নেওয়ার অনুমতি দেয় কৃষকেরা।

মঙ্গলবার দিনভর কৃষক বিক্ষোভের সময় দিল্লির বিভিন্ন এলাকায় টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে পুলিশ। এর মধ্যে আইটিও মোড়ে পুলিশের স্থাপন করা কাঁটাতারের ব্যারিকেড ভেঙে বিপুল সংখ্যক ট্রাক্টর নিয়ে দিল্লির ভেতরে ঢুকে পড়ে কৃষকেরা। এ সময় কাছে থাকা পুলিশ সদর দপ্তরে বিক্ষোভরত কৃষকেরা ঢুকে পড়েন কিনা তা নিয়েও আশঙ্কা তৈরি হয়।

বাংলাদেশ সময় ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১/আপডেট: ১০০০ ঘণ্টা,
এসকে/কেএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।