ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকার কথা শুনে চড়া মূল্য দিতে হয়েছে: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
আমেরিকার কথা শুনে চড়া মূল্য দিতে হয়েছে: ইমরান

আমেরিকার কথা শুনে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  

তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বের অংশ হয়ে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে।

তার দাবি, আমেরিকার কথা শুনে সে সময়কার ক্ষমতাসীনরা চরম ভুল করেছে, ক্ষতির শিকার হয়েছে দেশ।  

বৃহস্পতিবার ইসলামাবাদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

সাবেক এ ক্রিকেট সুপারস্টার এমন সময় এ ধরনের কথা বললেন যখন আমেরিকায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সদ্য তার অফিস শুরু করেছেন।  

ইমরান বলেন, নাইন-ইলেভেন হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমেরিকার নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল আমাদের প্রথম ভুল।

বৈদেশিক সহায়তা পাওয়ার জন্য এই ভুল কাজটি করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে কোথাও ফ্রি কোনো খাবার নেই।

ট্রাম্পের সময় তালেবানদের সঙ্গে আমেরিকার একটি কথিত শান্তি চুক্তি হয়। বাইডেন ক্ষমতা গ্রহণের পর বলেছেণ, তিনি আফগান তালেবান ও আমেরিকার মধ্যকার কথিত শান্তি চুক্তি পর্যালোচনা করে দেখবেন।  

ইমরান খান এদিন পাকিস্তানকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। আর সেজন্য বৈদেশিক ঋণ বা সহায়তার কোনো প্রয়োজন হবে না বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।