ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

করোনার টিকা নিলেন জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
করোনার টিকা নিলেন জাতিসংঘের মহাসচিব ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলে তিনি টিকা নেন।

জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়, জাতিসংঘ মহাসচিব করোনার টিকা নেওয়ার পর এক টুইটে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যান্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ন্যায়সঙ্গত ভিত্তিতে সবাই যেন করোনা ভাইরাসের টিকা পায়।

তিনি লেখেন, এই মহামারিকালে যতক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ নয় ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিরাপদ নই।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।