ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইইউর বাইরের দেশের জন্য ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ইইউর বাইরের দেশের জন্য ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা ইইউর বাইরের দেশের জন্য ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

ফ্রান্সে কোভিড-১৯ মোকাবিলায় সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাস্তেক্স।

বিবিসি জানায়, রোববার (৩১ জানুয়ারি) থেকে অতি জিরুরি প্রয়োজন ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ বাদে অন্য কোনো দেশের নাগরিকরা ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না।

ইইউর দেশগুলো থেকে ফ্রান্সে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নতুন ওই নিষেধাজ্ঞার ঘোষণা দেন ফরাসি প্রধানমন্ত্রী।

এসময় ফ্রান্সে সান্ধ্যকালীন কারফিউসহ অন্য বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা তদারকি করতে পুলিশ আরও জোর দেবে বলেও জানান তিনি।

সম্প্রতি ফ্রান্সে করোনা ভাইরাস মোকাবিলায় বিধিনিষেধ আরও কঠোর করার পরও দেশটিতে সংক্রমণ বাড়ছেই।

ইইউ থেকে বেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। তবে, এক টুইটে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী জানান, এতে পণ্য আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।