ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আত্মঘাতী বোমা হামলায় ৮ আফগান নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
আত্মঘাতী বোমা হামলায় ৮ আফগান নিরাপত্তাকর্মী নিহত

ঢাকা: আত্মঘাতী বোমা হামলায় আফগান প্রতিরক্ষাবাহিনীর আটজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।  

শনিবার (৩০ জানুয়ারি) সকালে নানগাড়হারের অশান্ত প্রদেশে এ হামলা চালানো হয়।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে জানায়, সরকারি বাহিনীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি মারাত্মক বোমা হামলার চালিয়েছে।

তবে নানগাড়হার প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান আজমল ওমরের দাবি, হামলায় পাঁচজন আহত হলেও ১৫ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

এদিকে, এ ঘটনার পর নিরাপত্তাবাহিনী নানগাড়হারের রাজধানী জালালাবাদ শহরের কাছে বিস্ফোরক ভর্তি আরেকটি গাড়ি জব্দ করেছে। সম্প্রতি নানগাড়হার প্রদেশের একটি সশস্ত্র দল আইএসআইএল (আইএসআইএস) বেশ কয়েকটি মারাত্মক হামলা চালিয়েছে বলে জানিয়েছে নানগাড়হারের গভর্নরের কার্যালয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।