গত বছর চীনের তিন গুপ্তরচরকে বহিষ্কার করেছে যুক্তরাজ্য, যারা সাংবাদিক পরিচয়ে দেশটিতে সাংবাদিক ভিসায় বসবাস করে আসছিলেন। ব্রিটেনের দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চীনের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা পৃথক তিনটি গণমাধ্যমের পরিচয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা তাদের আসল পরিচয় উদ্ধার করার পর তাদের চীনে পাঠিয়ে দেওয়া হয়।
এছাড়া চীনের একটি টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য। কারণ তারা জানতে পেরেছেন, ওই টিভির সম্পাদকীয় দপ্তর চায়নিজ কমিউনিস্ট পার্টির তত্ত্বাবধানে পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
নিউজ ডেস্ক