ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

করোনার টিকা নিরাপদ: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
করোনার টিকা নিরাপদ: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, টিকা নেওয়ার পর মৃত্যুর ঘটনার সঙ্গে করোনা টিকার কোনো সম্পর্ক নেই। এই টিকা নিরাপদ।

একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়নি যে তাদের মৃত্যুর কারণ টিকা। আমি সবার কাছে বলতে চাই, এই টিকা নিরাপদ।  

হর্ষ বর্ধন আরও বলেন, এ পর্যন্ত ৬০ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। মাত্র ০.০০০৩১২ শতাংশ মানুষের কিছু সমস্যা হয়েছে।  

তিনি পরামর্শ দেন, যদি কারো এখনো টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকে, তাহলে তাদের তা দূর করা উচিত।

মন্ত্রী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) রাজগড়িয়া বিশ্বরাম সদনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। ওই অনুষ্ঠানে তিনি স্থানীয়দের মধ্যে কম্বল বিতরণ করেন। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, অগ্রাধিকার গ্রুপের তৃতীয় অংশের জন্য মার্চের যে কোনো সপ্তাহে টিকা দেওয়া শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।