উপহার হিসেবে ৫ লাখ ডোজ করোনা টিকা দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এই উপহার দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রতি উদারতা এবং অঙ্গীকারের একটি সুস্পষ্ট লক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
কর্মকর্তারা জানান, ভারত উপহার হিসেবে আফগানিস্তানের জনগণের জন্য এই টিকা পাঠিয়েছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার একটি টুইটে ভারতের সরকার, জনগণ ও ভারতীয় প্রতিনিধি এস জয়শঙ্করের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভারতের এই সহায়তাকে উদারতা, অঙ্গীকার এবং শক্তিশালী অংশীদারিত্বের সুস্পষ্ট লক্ষণ হিসেবে বর্ণনা করেছেন হানিফ।
কাবুলের ভারতীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থেকে এই টিকা গ্রহণ করেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত জনস্বাস্থ্য মন্ত্রী ওয়াহিদ মাজরোহ।
ভারত এর আগে মহামারি মোকাবেলায় সাহায্য করার অংশ হিসেবে আফগানিস্তানকে ২০ মেট্রিক টনেরও বেশি ওষুধ উপহার দিয়েছিল।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
নিউজ ডেস্ক