ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যাপিটলে হামলাকারীরা ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে এসেছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ক্যাপিটলে হামলাকারীরা ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে এসেছিল গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা করেছিলেন ট্রাম্প সমর্থকরা

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার পর বহিষ্কার হওয়া নিরাপত্তা কর্মকর্তারা ওই ঘটনার পেছনে গোয়েন্দা কর্মকর্তাদের ব্যর্থতাকে দায়ী করেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।

সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার সময় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ‘দাঙ্গাকারীরা অস্ত্র, রেডিও এবং ওপরে বেয়ে ওঠার সরঞ্জামসহ যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল। ’

ক্যাপিটল পুলিসের সাবেক প্রধান স্টিভেন সান্ড দাবি করেন, তিনি বিক্ষোভ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন, ‘সামরিক ধাঁচের সমন্বিত হামলার’ নয়।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সশস্ত্র হামলায় চারজন নিহত হয়েছিলেন। ক্যাপিটলে হামলার এ ঘটনা যুক্তরাষ্ট্রের ইতহাসে নজিরবিহীন।

সে সময় ক্যাপিটলে দায়িত্বরত তিনজন নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটিতে সাক্ষ্য দেন। ক্যাপিটলে হামলার ঘটনার পর ওই তিন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন। ওই হামলায় ক্যাপিটলের এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছিলেন।

দাঙ্গাকারীদের মধ্যে সমন্বয় ও পরিকল্পনা ছিল বলে জানান পুলিশের ওই তিন কর্মকর্তা।

সান্ড বলেন, ক্যাপিটল পুলিশের নয়, ফেডারেল এজেন্সির গোয়েন্দা কর্মকর্তাদের সঠিক এবং সম্পূর্ণ তথ্যের অভাবে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।