ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সমর্থন ছাড়া তালেবান বাঁচবে না 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
পাকিস্তানের সমর্থন ছাড়া তালেবান বাঁচবে না 

আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ শনিবার বলেছেন, পাকিস্তানের সমর্থন ছাড়া তালেবানরা ছয় মাসও সশস্ত্র আন্দোলন টিকিয়ে রাকতে পারবে না।  

সালেহ তার ফেসবুক পাতায় লিখেছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট এবং ন্যাটো মহাসচিবের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।

এটা আমাদের দৃষ্টিভঙ্গি ও মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।  

তিনি বলেন, তালেবানদের অস্ত্র এবং কৌশলগত সহায়তা দানকারী পাকিস্তান একইসঙ্গে দুটি কাজ চলিয়ে যাচ্ছে। একদিকে তারা শান্তির কথা বলছে, অন্যদিকে তারা যে তালেবানদের অস্ত্র, লজিস্টিক, স্বাস্থ্য, প্রশিক্ষণ এবং সামরিক সহায়তা প্রদান করছে এমন কোন ইঙ্গিত নেই।  

তিনি বলেন, পাকিস্তানের সমর্থন ছাড়া তালেবানরা ছয় মাসও সশস্ত্র আন্দোলন টিকিয়ে রাকতে পারবে না। সূত্র: আউটলুকআফগানিস্তান.নেট 

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।