ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপীয় পার্লামেন্টে তোপের মুখে ইইউ-চীন বিনিয়োগ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ইউরোপীয় পার্লামেন্টে তোপের মুখে ইইউ-চীন বিনিয়োগ চুক্তি

চীনের সঙ্গে বিনিয়োগ চুক্তি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে তোপের মুখে পড়েছে ইউরোপীয়ান কমিশন। বুধবার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটির অধিবেশনে কমিশনকে শেষ পর্যন্ত ব্যাকফুটে যেতে হয়েছে।

 

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, চীনের মানবাধিকার লঙ্ঘন, বেইজিংয়ের ওপর আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় এড়িয়ে চুক্তি করার কারণে পার্লামেন্ট সদস্যরা ব্রাসেলসকে অভিযুক্ত করে।  

বিনিয়োগ বিষয়ক ওই চুক্তি গত বছরের ডিসেম্বরে স্বাক্ষরিত হয়। যদিও তা ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিল থেকে অনুমোদিত হওয়া প্রয়োজন।

গত মাসে ইইউ-চীন বিনিয়োগ চুক্তি এক নতুন বাধার সম্মুখীন হয়, যখন ইউরোপীয় নেতারা বেইজিংয়ের কঠোর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে হংকংয়ে ৫০ জনেরও বেশি গণতন্ত্রপন্থী রাজনীতিবিদকে গণ গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।

ইইউয়ের একজন বিশিষ্ট সংসদ সদস্য এবং বেলজিয়ামের প্রাক্তন প্রধানমন্ত্রী গাই ভারহোফস্ট্যাড বলেন, হংকংবাসী, উইগুর এবং তিব্বতীদের মানবাধিকার উন্নতির প্রতিশ্রুতি ও প্রমাণ ছাড়া ইউরোপীয় পার্লামেন্ট কখনোই এই বিনিয়োগ চুক্তি অনুমোদন করবে না। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।