ঐতিহ্যবাহী ওষুধের গবেষণাসহ এ খাতে উন্নয়নের জন্য তাইওয়ানের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব চাইনিজ মেডিসিনকে (এনআরআইসিএম) ১.৫ মিলিয়ন রুপি সহায়তা দিয়েছে ভারত।
গত শুক্রবারের তাইওয়ানের দক্ষিণ এমিয়ার প্রতিনিধি গৌরাঙ্গলাল দাসের হাতে ওই অনুদান তুলে দেওয়া হয়।
ভারত প্রথমবারের মতো তাইওয়ানের কোনো সরকারি প্রতিষ্ঠানে অনুদান দিল।
তাইওয়ান দীর্ঘ দিন ধরেই দুই পক্ষের ঐতিহ্যবাহী ওষুধের গবেষণা এবং প্রচারের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নতুন দক্ষিণমুখী নীতির ভারতের লক্ষ্যের মধ্যে থাকা ১৮টি দেশের মধ্যে তাইওয়ান একটি।
ভারত ইতোমধ্যে একটি স্থায়ী ‘আয়ুষ ইনফরমেশন সেল’ স্থাপন করেছে যা ঐতিহ্যবাহী ভারতীয় ওষুধ এবং তাইওয়ানের চীনা ওষুধ নিয়ে তথ্য বিনিময় করবে। এই কেন্দ্র ভারতীয় সংস্কৃতি সম্পর্কিত প্রদর্শনী ও বক্তৃতার আয়োজন করবে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
নিউজ ডেস্ক