ভারতের জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে ৩ লাখ ৮১ হাজার স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারকে টিকা দেওয়া হয়েছে।
প্রথমে ৭০ শতাংশ স্বাস্থ্যকর্মী ও ৫৭ শতাংশ অন্যান্য ফ্রন্টলাইনারকে টিকা দেওয়া হয়। এখন পর্যন্ত টিকাগ্রহণকারী কারও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
ইতোমধ্যে তৃতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় ৬০ বছরের বেশি বয়সী ও ৪৫-৫৯ বছর বয়সের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিসহ প্রায় ১৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।
সূত্র: ইন্ডিয়া ব্লুমস
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এমজেএফ