ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক দাবি করেছে, তাদের নিজস্ব ‘কোভ্যাকসিন’-এর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, কোভিড-১৯ প্রতিরোধে ৮১ শতাংশ কার্যকর।
৪ মার্চ ইন্ডিয়া টুডে জানায়, ভারত বায়োটেক বলছে, কোভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ২৫ হাজার ৮শ’ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন, যা ভারতে পরিচালিত সবচেয়ে বড় ট্রায়াল।
তারা জানায়, ফলাফল অনুযায়ী, ইতোমধ্যে আক্রান্ত নন, এমন ব্যক্তিদের কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার পর, সেটি তাদের কোভিড-১৯ প্রতিরোধে ৮১ শতাংশ কার্যকর।
২৭ হাজার স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে কোভ্যাকসিনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল সম্পন্ন হয়েছে বলে জানান ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কৃষ্ণা এলা।
ভারতীয় সংস্থা ভারত বায়োটেক সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করেছে কোভ্যাকসিন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এফএম